খেলা বিভাগে ফিরে যান

দুরন্ত প্রত্যাবর্তন লুকা মদ্রিচদের, ৪-১ গোলে কানাডাকে হারাল ক্রোয়েশিয়া

November 27, 2022 | < 1 min read

দিনের তৃতীয় খেলায় মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া, কানাডা। প্রথম ম্যাচ ড্র করার কারণে বেশ চাপেই ছিল ক্রোয়েশিয়া। এদিন প্রথমার্ধ ছিল ঘটনাবহুল। প্রথমেই গোল হজম করতে হয় ক্রোয়েশিয়াকে। প্রথমার্ধেই খেলায় প্রত্যাবর্তন করে লুকা মদ্রিচরা। শেষমেষ ৩-০, জয়ী হয় ক্রোয়েশিয়া। প্রসঙ্গত, আজ কানাডা বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটি করল। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপ খেলছে কানাডা। ৮৬ সালের বিশ্বকাপে কানাডা কোনও গোলই করতে পারেনি। এবারেও প্রথম ম্যাচে গোলশূন্যভাবে ড্র করেছিল কানাডা। ​

ম্যাচের এক মিনিট ১৭ সেকেন্ডেই কানাডার আলফান্সো ডেভিস গোল করে দেন। চলতি বিশ্বকাপে এটিই আপাতত দ্রুততম গোল। গোলের পরেই কানাডা ম্যাচে দাপট দেখাতে থাকে। ২০ মিনিটের পরই খেলা ঘুরতে শুরু করে ক্রোয়েশিয়া। ম্যাচের ৩৬ মিনিটে পেরিসিচের ছোট্ট মাইনাস থেকে গোল শোধ করেন ক্রামারিচ। ৪৪ মিনিটে মার্কো লিভাজার পা থেকে ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোলটি আসে। প্রথমার্ধে ২-০ এগিয়ে যায় মদ্রিচরা। দ্বিতীয়ার্ধে মোটামুটি সমানে সমানে বল দখলের লড়াই চলে। ম্যাচের ৭০ মিনিটে ক্রামারিচের গোলে ব্যবধান বাড়ায় ক্রোয়েশিয়া। স্কোর হয় ৩-০। অতিরিক্ত সময়ের খেলায় ৯০+৪ মিনিটে ফের বল জড়িয়ে যায় কানাডার গোলে। মাজের বুট থেকেই গোলটি এল, ৪-০ গোলে এগিয়ে গেল ক্রোয়েশিয়া। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লুকা মদ্রিচরা। জমে উঠল গ্ৰুপ এফ-এর লড়াই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Canada, #croatia, #Qatar World Cup 2022, #Fifa Qatar world cup, #FIFA World Cup Qatar 2022

আরো দেখুন