খেলা বিভাগে ফিরে যান

এক ওভারে ৭টা ছক্কা মেরে বিশ্বরেকর্ড ঋতুরাজের, দেখুন ভিডিও

November 28, 2022 | < 1 min read

বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশের স্পিনার শিবা সিংহকে এক ওভারে ৭টা ওভার বাউন্ডারি মেরে বিশ্বরেকর্ড গড়লেন মহারাষ্ট্রের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ শিবা সিংহের ৪৯ তম ওভারে নো বল সহ পরপর মোট সাতটি ওভার বাউন্ডারি মেরে ডবল সেঞ্চুরিও পূর্ণ করেন। এক ওভারে ৪৩ রান নেন তিনি! ১৫৯ বলে ঋতুরাজ করলেন ২২০ রান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ।

এর আগে এক ওভারে ৬টি ওভার বাউন্ডারি মারার রেকর্ড আছে স্যার গ্যারিফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, হারশেল গিবস, যুবরাজ সিং, কায়রন পোলার্ড, এবং থিসারা পেরেরার। রবি শাস্ত্রী ৬টি ওভার বাউন্ডারি মেরেছিলেন তিলকরাজের বলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ruturaj gaikwad, #Vijay Hazare trophy, #7 sixes, #Maharashtra

আরো দেখুন