প্রথম মহিলা হিসেবে IOA-র শীর্ষপদে বসতে চলেছেন পিটি উষা
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) নতুন সভাপতি নির্বাচিত হলেন কিংবদন্তি স্প্রিন্টার পিটি ঊষা (PT Usha)। ১০ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা হবে। ঊষা ছাড়়া সভাপতি পদে আর কারও মনোনয়ন জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। পিটি উষাই প্রথম কোনও মহিলা, যিনি IOA-র শীর্ষপদে বসতে চলেছেন।
পিটি উষা দেশের সর্বকালের সেরা অ্যাথলিটদের অন্যতম। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিকের ৪০০ মিটার হার্ডলস ফাইনালে রোমানিয়ার ক্রিশ্চিনা কোজকারুর কাছে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল তাঁর।এশিয়ান গেমসে ১৯৮২ থেকে ১৯৯৪ সালের মধ্যে থেকে চারটি সোনা-সহ ১১টি পদক জিতেছেন ঊষা। ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমসে জেতেন চারটি সোনা।পিটি ঊষা আইওএ-র শীর্ষপদে আসীন হচ্ছেন জেনে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।