দেশ বিভাগে ফিরে যান

দিল্লী এইমস হ্যাকিং: ক্রিপ্টোকারেন্সিতে ২০০ কোটি টাকা দাবি হ্যাকারদের

November 28, 2022 | < 1 min read

দিল্লি এইমস হাসপাতালে হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সিতে ২০০ কোটি টাকা দাবি করেছে বলে জানা গেছে। হ্যাকিং-এর ফলে প্রায় তিন-চার কোটি রোগীর সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রানসম ওয়্যার অ্যাটাকের জন্য দিল্লির এইমস হাসপাতালের (AIIMS Delhi) বহির্বিভাগে সার্ভার ডাউন হয়ে যায়। গত বুধবার হ্যাকিং-এর (Cyber attack) এই বিষয়টি প্রথম ধরা পরে । তারপর এখনও কোনও সমাধান হয়নি। রানসম ওয়্যার অ্যাটাকের পর থেকে যাবতীয় তথ্য কাগজে কলমে লিখে রাখা হচ্ছে রোগী পরিষেবা সচল রাখতে।

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In), দিল্লি পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রক তদন্ত চালাচ্ছে এই রানসমওয়্যার হামলার। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cyber Attack, #AIIMS Delhi, #Cyber Hackers, #New Delhi

আরো দেখুন