দেশ বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশে বিজেপি সাংসদের কনভয়ের ধাক্কায় মৃত্যু ছাত্রের, সাংসদের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

November 28, 2022 | < 1 min read

উত্তরপ্রদেশে বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল অভিষেক রাজভর নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রের। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে যোগীরাজ্যে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুর্ঘটনা ঘটে বস্তি জেলায় পটেলচকের কাছে বসিয়া গ্রামে। দুর্ঘটনার পর দ্রুত অভিষেককে লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এরপর ছাত্রের মৃত্যুর জন্য বিজেপি সাংসদকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ করে পরিবার।


আগুনে ঘি ঢালে একটি ভিডিও ফুটেজ। যা সমাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিোতে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর গেরুয়া সাংসদ নিজের গাড়ির ক্ষতি হয়েছি কিনা তা যাচাই করে দেখছেন। যা নিয়ে নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। ৯ বছরের শিশুর মর্মান্তিক পরিণতির চেয়েও দামী গাড়ির ক্ষতিটাই বড় হল? প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।


ভিডিয়ো ভাইরাল হতেই ওই সাংসদের বিরুদ্ধে রবিবার এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও সাংসদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ করা হয়নি বলে মৃতের পরিবারের দাবি। ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Accident, #harish dwivedi, #abhishek rajbhar, #Uttar Pradesh

আরো দেখুন