খেলা বিভাগে ফিরে যান

চোট সারিয়ে ফের বিশ্বকাপে মাঠে নামছেন ফরাসি তারকা করিম বেনজেমা?

November 29, 2022 | 2 min read

ঊরুর চোটে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন করিম বেনজেমা। ইউরোপের সংবাদমাধ্যমে গুঞ্জন, চোট কাটিয়ে সেই বেনজেমাই ফিরতে পারেন ফ্রান্সের বিশ্বকাপ দলে! প্রত্যাশার চেয়েও দ্রুত চোট থেকে সেরে উঠছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।


রিয়াল মাদ্রিদের হয়ে ১ ডিসেম্বর থেকেই অনুশীলনে ফিরতে পারেন এই ব্যালন ডি’অরজয়ী তারকা। তাতেই তাঁর বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনা জেগেছে। স্প্যানিশ রেডিও ‘ওন্দা মাদ্রিদ’ এমন তথ্যই জানিয়েছে।


তবে ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্টস’ বলছে ভিন্ন কথা। তাদের দাবি বিশ্বকাপ শেষ হওয়ার আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বেনজেমার। ফরাসি তারকা মাদ্রিদে এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন। বিশ্বকাপ শেষ হতে বাকি মাত্র তিন সপ্তাহ, এরই মধ্যে সেরে ওঠা বেনজেমার পক্ষে সম্ভব নয়।


ব্যালন ডি’অর জয়ীকে হারিয়ে বড় ধাক্কা খেলেও এরই মধ্যে গ্রুপপর্বে টানা দুই জয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সটিনে উঠে যাবে ফরাসিরা। বেনজেমার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে যাওয়ায় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশামের সামনে সুযোগ ছিল তার বদলি হিসেবে নতুন কাউকে দলে নেয়ার। তবে রিয়াল মাদ্রিদের এ তারকার বদলি হিসেবে কাউকে ডাকেননি তিনি।


অর্থাৎ মাঠে না নামলেও বেনজেমা এখনো বিশ্বকাপের দলের একজন ফুটবলার। কে জানে, চোট থেকে সেরে উঠতে পারেন বেনজেমা—এমন কোনো সম্ভাবনা ভেবেই হয়তো বিশ্বকাপ দলে তাঁর বদলি নেননি ফ্রান্স কোচ দেশম।
যেহেতু বেনজেমার বদলি হিসেবে কাউকে দলে নেয়া হয়নি। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে এখনও রয়েছেন তাই ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে সবকিছুই নির্ভর করছে তার ইনজুরি পরিস্থিতি এবং ফ্রান্স কোচের ওপর।


মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছিলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের বেশির ভাগ ম্যাচ খেলতে পারেননি ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ভাবা হচ্ছিল, চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়েই মাঠে ফিরবেন এই তারকা। বেনজেমা নিজেও তেমনটাই চেয়েছিলেন। তবে সেটা আর হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Qatar World Cup 2022, #karimbenzema, #france, #FIFA World Cup 2022

আরো দেখুন