খেলা বিভাগে ফিরে যান

World Cup 2022: আজ থেকে দু’টি ম্যাচ একই সময়ে? কীভাবে দেখবেন খেলা?

November 29, 2022 | < 1 min read

আজ মঙ্গলবার ২৯ নভেম্বর কাতার বিশ্বকাপের দ্বিতীয় সপ্তাহ চলছে। আজ থেকেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের (Qatar World Cup 2022) গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের খেলা। আজ পরপর চারটে ম্যাচ রয়েছে। যদিও দু’টি করে ম্যাচ একই সময়ে রয়েছে। এখনও পর্যন্ত ফ্রান্স, পর্তুগাল ও ব্রাজিল নকআউট রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে।

কোন কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা?

বিশ্বকাপের খেলা দেখা যাচ্ছে টেলিভিশনে স্পোর্টস ১৮ চ্যানেলে। একই সময়ে দু’টি খেলা শুরু হলে স্পোর্টস ১৮ চ্যানেলের পাশাপাশি স্পোর্টস ১৮ এইচডি ও এমটিভি এসডি চ্যানেলে খেলা দেখা যাবে। জিও সিনেমা যারা দেখছেন, তারা পছন্দের খেলাটাই বেছে নিয়ে দেখতে পারেন।

আজ ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে খেলতে নামবে গ্রুপ এ-র চারটি দল। আজ ইকুয়েডর বনাম সেনেগাল, কাতার বনাম নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে গ্রুপ বি-র চারটি দল খেলবে। ইরান বনাম আমেরিকা ও ইংল্যান্ড বনাম ওয়েলস খেলা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA World Cup 2022, #Live Streaming

আরো দেখুন