← খেলা বিভাগে ফিরে যান
ইতিহাসের পথে বিশ্বকাপ! প্রথমবার মহিলা রেফারি দেখা যাবে জার্মানি ম্যাচে
ফুটবলের মহাযজ্ঞে কিছু ঘটনা স্মরণীয় হয়ে থেকে যায়। এমনকি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। এমনই ঘটনার সাক্ষী হতে চলেছে কাতার বিশ্বকাপ।
পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি স্টেফানি ফ্যাপার্ট। আগামী বৃহস্পতিবার কোস্টা রিকা বনাম জার্মানির ম্যাচে দেখা যাবে ফ্যাপার্টকে। এরআগে ইউএফার ম্যাচে প্রথম মহিলা রেফারির ভুমিকায় দেখা গেছে তাঁকে। এছাড়া গ্রুপ পর্বে মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব সামলেছিলেন স্টেফানি ফ্রেপপার্ট (Stephanie Frappart)।
ফিফা ঘোষিত জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নামের মধ্যে প্রধান রেফারি হিসেবে আছেন স্টেফানি ফ্রেপপার্ট। তাই আবার বড় ইতিহাস গড়ার পথে ফ্রেপপার্ট। অপেক্ষার প্রহর গুণছে ফুটবল ক্রীড়াপ্রেমীরা।