৩০ জানুয়ারি থেকে স্থায়ী ঠিকানা ‘বইমেলা প্রাঙ্গণ’-এ শুরু কলকাতা বইমেলা
এতদিন আন্তর্জাতিক কলকাতা বইমেলারই কোনও স্থায়ী ঠিকানা ছিল না। কখনও ময়দান, কখনও মিলনমেলা প্রাঙ্গণ আবার কখনও বা সল্টলেক স্টেডিয়াম অথবা সল্টলেকের সেন্ট্রালপার্ক। একবার তো ঠিক হয়েছিল, পার্ক সার্কাস ময়দানে হবে বইমেলা। অবশেষে ৪৫ বছর পর কলকাতা বইমেলা এই প্রথম নিজস্ব ঠিকানা পাচ্ছে ।
বইমেলার নতুন ঠিকানা সল্টলেকের সেন্ট্রাল পার্কের ‘বইমেলা প্রাঙ্গণ’। আগামী ৩০ জানুয়ারি সেখানেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন ‘৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা-২০২৩’এর। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বুধবার বইমেলা (Kolkata Book Fair) নিয়ে সাংবাদিক সম্মেলনের। বইমেলার স্থায়ী ঠিকানা সেখানেই ঘোষণা করা হয়। এবারের বইমেলার থিম কান্ট্রি—স্পেন। এর আগে ২০০৬ সালেও স্পেন বইমেলায় অংশ নিয়েছিল। ভারতে স্পেনের রাষ্ট্রদূত খোসে মারিয়া রিদাও দোমিনগেজ, পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
ময়দান বা মিলনমেলার পর ২০১৮ সালে সল্টলেকের সেন্ট্রাল পার্কে (Central Park) কলকাতা বইমেলা শুরু হয়। গতবছর বইমেলার উদ্বোধনে এসে এই সেন্ট্রাল পার্ককে ‘বইমেলা প্রাঙ্গণ’ করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মতো এবার থেকে বইমেলার স্থায়ী ঠিকানা হল সেন্ট্রাল পার্ক। বইমেলা প্রাঙ্গণের লোগো এঁকেছেন শিল্পী শুভাপ্রসন্ন।
গত বছর করোনা পর্ব কাটিয়ে বইমেলায় ২২ লক্ষ মানুষ এসেছিলেন। বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলেই ধরা হচ্ছে।
প্রসঙ্গত, গতবার করোনার কারণে ২৫ শতাংশ জায়গা ছোট করা হয়েছিল। এবার তা বাড়ানো হয়েছে। স্টল বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। বইমেলায় থাকবে লিটল ম্যাগাজিনের স্টলও। নবম কলকাতা লিটারেচার ফেস্টিভাল এই বইমেলা প্রাঙ্গণেই আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।