দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের GDP-র হার কেমন? মিলল পূর্বাভাস?
চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে পূর্বাভাসের থেকে অনেকটাই কমে গেল ভারতের আর্থিক বৃদ্ধির হার। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বুধবার আর্থিক বৃদ্ধির হার ঘোষণা করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে GDP-র হার বর্তমানে এসে দাঁড়িয়েছে ৬.৩ শতাংশে। পূর্বাভাস অনুযায়ী তা ৭ শতাংশ হওয়ার কথা ছিল। RBI অবশ্য বলেছিল, আর্থিক বৃদ্ধির হার এই ত্রৈমাসিকে ৬.১ শতাংশ থেকে ৬.৩ শতাংশের মধ্যে থাকবে। তাদের কথাই ঠিক হল।
প্রসঙ্গত, ২০২১-এর জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরের GDP-র হার ছিল ৮.৪ শতাংশ। আবার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-মে-জুন) জিডিপির হার ছিল ১৩.৫ শতাংশ।
দেশের GDP-র হার কী হতে পারে তাই নিয়ে নানা মত দেখা গিয়েছিল বিভিন্ন মহলের মধ্যে। SBI Research-এর তথ্যে বলা হয়েছিল, এবার GDP ৫.৮ শতাংশ হতে পারে। Reuters-এর সার্ভে জানিয়েছি GDP-র হার হবে ৬.২ শতাংশ । আবার ফিচ বলেছিল, GDP-র হার ১৩.৫ শতাংশের কাছাকাছি হবে।