২০০৩ সালের মতো আজ ব্রাজিলকে হারিয়ে ‘অঘটন’ ঘটাতে চাইছে ক্যামেরুন
শুক্রবার রাতে ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ক্যামেরুন। প্রথম দুটি ম্যাচ জিতে শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করায় এদিনের ম্যাচটি ব্রাজিলের কাছে কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু ক্যামেরুনের কাছে এই ম্যাচটি বাঁচা-মরার। আফ্রিকার দলটিকে শেষ ষোলোয় যেতে হলে ব্রাজিলকে হারাতেই হবে। পাশাপাশি আশায় থাকতে হবে যেন সার্বিয়াা-সুইজারল্যান্ড ম্যাচের ফলাফল তাদের পক্ষে আসে।
তবে হিসেব যাই বলুক ক্যামেরুন আজকে অঘটন ঘটিয়ে গোটা বিশ্বকে চমকে দিতে চাইছে। দলের কোচ ইতিহাস টেনে এনে খেলোয়াড়দের উদ্ধুদ্ধ করছেন। এখন পর্যন্ত দুই দল ৬ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল পাঁচবার জিতলেও ক্যামেরুন জিতেছে একবার ২০০৩ সালে কনফেডারেশনস কাপে। তাই অঘটনের স্বপ্ন দেখছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং, ‘ক্যামেরুন ব্রাজিলকে আগেও হারিয়েছে। তাই আমাদের জন্য জয় অসম্ভব কিছু না। অবশ্যই ব্রাজিলের জন্য আমার অনেক শ্রদ্ধা আছে। কিন্তু ফুটবলেরও বাস্তবতা আছে, যা কিছুটা ভিন্ন।’
ছন্দে থাকা ব্রাজিল আজ তাদের প্রথম একাদশকে মাঠে নামাবে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ক্যামেরুন জেতার জন্য মরিয়া। অনেকেই ফুটবল বিশেষজ্ঞের মতে এদিন ম্যাচের ফলাফল ফ্রান্স-তিউনিশিয়া ম্যাচের মতো হলে অবাক হওয়ার কিছু থাকবে না।