খেলা বিভাগে ফিরে যান

দক্ষিণ কোরিয়া ম্যাচে হয়তো খেলবেন না রোনাল্ডো! কিন্তু কেন?

December 2, 2022 | < 1 min read

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) মানে একটি মিথ। তাঁকে ঘিরে ভালো-মন্দ খবরের শেষ নেই। বুধবার তাঁকে অনুশীলনে দেখতে না পেয়েই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে কি তাঁকে বিশ্রাম দেওয়া হবে? নাকি প্রয়োজনে মাঠে নামবেন রোনাল্ডো?

পর্তুগিজ কোচ ফের্নান্দো সান্তোসের কথায় কার্যত নিশ্চিত হয়ে গেল। তিনি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে না খেলানোর সম্ভাবনাই বেশি। তাঁর নাকি হালকা চোট রয়েছে। নকআউট রাউন্ডের আগে তাঁকে নিয়ে আর ঝুঁকি নেওয়া হবে না।

রহস্য জিইয়ে রেখে ‘সি আর সেভেন’-এর কোচ বলেছেন, “দেখা যাক। রোনাল্ডো খুব দ্রুত অনুশীলনে ফিরবে এটা বলতে পারি। কিন্তু শুক্রবারের ম্যাচে ওর খেলার সম্ভাবনা ৫০ শতাংশ। যদি স্বাভাবিক অনুশীলন করে তা হলেই খেলবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Cristiano Ronaldo, #Portugal, #South Korea

আরো দেখুন