খেলা বিভাগে ফিরে যান

শেষ আটে উঠতে বেগ পাবে আর্জেন্টিনা, হল্যান্ড? আজ নকআউটে এগিয়ে কারা

December 3, 2022 | < 1 min read

আজ শনিবার থেকে শুরু হল বিশ্বকাপ ফুটবলের নকআউট স্টেজ। শেষ ১৬-র লড়াইয়ে আজ লিওনেল মেসি এবং আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের জয় পাবার চেষ্টা করবে। অন্যদিকে নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। পাল্লা ভারী কাদের দিকে? শেষ হাসি হাসবে কে? জেনে নিন দৃষ্টিভঙ্গির বাছাই আর খেলার সময়সূচি।

নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র

কাগজে কলমে হল্যান্ডের জন্য একটি রুটিন জয় হওয়া উচিত – কিন্তু ডাচরা আগের ম্যাচগুলিতে বিশ্বাসযোগ্য প্রমান করতে পারেনি।
ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করার আগে সেনেগালকে কোডি গাকপোর ম্যাচের শেষ দিকে করা গোলে হারাতে হয়েছিল তাদের। মার্কিন যুক্তরাষ্ট্র বিরুদ্ধে গোল করা দুস্কর হতে পারে।
দৃষ্টিভঙ্গির বাছাই: নেদারল্যান্ডস
ভারতে খেলা সম্প্রচারের সময়: রাত ৮:৩০

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া

এটা নিশ্চিত যে আজকের ম্যাচটি বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ নয়। ভবিষ্যদ্বাণী নয় কিন্তু এই উদ্যমী কিন্তু সীমিত অস্ট্রেলিয়ান দলের বিরুদ্ধে খেলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে চলে যাবে। লিওনেল স্কালোনির দল সৌদি আরবের কাছে হারলেও মেক্সিকো এবং পোল্যান্ডকে সহজে পরাজিত করে ফিরে এসেছে। আর্জেন্টিনার যে সৃজনশীলতা ও চাতুরী আছে অস্ট্রেলিয়া তা সামলাতে পারবে না।
দৃষ্টিভঙ্গির বাছাই: আর্জেন্টিনা
ভারতে খেলা সম্প্রচারের সময়: ৪ ডিসেম্বর, রাত ১২:৩০

TwitterFacebookWhatsAppEmailShare

#Fifa Qatar world cup 2022

আরো দেখুন