খেলা বিভাগে ফিরে যান

কমলা ঝড় অব্যাহত, বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল নেদারল্যান্ডস

December 3, 2022 | < 1 min read

বিশ্বকাপে কমলা ঝড় অব্যাহত। আমেরিকাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। ৮ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ জয়ে বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের নকাউট পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ড মুখোমুখি হয়েছিল আমেরিকার।

ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় আমেরিকা। ম্যাচের তৃতীয় মিনিটে টেইলর অ্যাডামসের ক্রস ডি-বক্সে ফাঁকায় পান ক্রিস্টিয়ান পুলিসিক। সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। চেলসি ফরোয়ার্ডের নিচু শট পা দিয়ে ফেরান আন্ড্রিস নোপার্ট।


দশম মিনিটে মেমফিসের দারুণ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গ্রুপের তিন ম্যাচেই গোল করা কোডি হাকপো মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডান দিকে খুঁজে নেন ডেনজেল ডামফ্রিসকে। এই ডিফেন্ডারের পাস বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে গোলের ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা ফরোয়ার্ড।


এরপর পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। ৪৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে টিম ওয়েহর জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান নোপার্ট। পরের মিনিটে সের্জিনো দেস্তের শট প্রতিহত হয় রক্ষণে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করে ডাচরা। ডামফ্রিসের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে ডান পায়ের শটে বল গোলে পাঠান ডাচ ডিফেন্ডার ডালে ব্লিন্ড।

৭৬ মিনিটে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র। গোল করেন হাজি রাইটস। ম্যাচে ফেরার ইঙ্গিত পুলিসিচদের। এর ঠিক পাঁচ মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় ডাচরা। ডেলি ব্লিন্ডের অ্যাসিস্টে দারুণ এক গোল করেন ডেনজেল ডামফ্রিস। এর আগে নেদারল্যান্ডসের দুটি গোলে অ্যাসিস্ট করেছিলেন ডামফ্রিস। ৩-১ গোলের লিড নেয় নেদারল্যান্ডস। প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল নেদারল্যান্ডস।

TwitterFacebookWhatsAppEmailShare

#USA, #quarter final, #netherlands, #Knockout stage, #Qatar World Cup, #FIFA World Cup

আরো দেখুন