সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে নকআউট রাউন্ডে সুইজারল্যান্ড
শুক্রবার সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ জি-তে রানার-আপ হয়ে পর্তুগালের সাথে ১৬-র রাউন্ডের লড়াই লড়বে সুইজারল্যান্ড। এই নিয়ে তারা টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপের নকআউট রাউন্ডে পৌঁছল।
স্টেডিয়াম 974-এ প্রথমার্ধে জেরদান শাকিরি সুইজারল্যান্ডকে এগিয়ে দেয় কিন্তু সার্বিয়া ১০ মিনিটের মধ্যে আলেকসান্ডার মিত্রোভিচ এবং দুসান ভ্লাহোভিচের মাধ্যমে দ্রুত দুবার গোল করে খেলাটি পাল্টে দেয়।
ব্রিল এম্বোলো বিরতির ঠিক আগে সুইজারল্যান্ডের পক্ষের সমতা ফেরান। এর পর রেমো ফ্রেউলার তিন মিনিট পরে গোল করে ৩-২ করেন। রেমো ফ্রেউলারের গোলে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের জায়গা নিশ্চিত হয়।
সুইজারল্যান্ড ২০১৪ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শেষ ১৬-এ পৌঁছেছে। তারা গোল পার্থক্যে গ্রুপ জি-তে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, বিজয়ী ব্রাজিলের নিচে, যারা এদিন দ্বিতীয় স্ট্রিং দল নিয়ে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারল।
সার্বিয়া এক পয়েন্ট নিয়ে গ্রুপের নীচে শেষ করল। যুগোস্লাভিয়ার বিচ্ছেদের পর থেকে তারা কখনোই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে এগোতে পারেনি।