কেমন খেলবেন হ্যারি কেনরা, নক আউটে অঘটন ঘটাতে পারবে সেনেগাল?
আজ দ্বিতীয় দিনের নক আউটে ৫ তারিখ ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় মুখোমুখি ইংল্যান্ড-সেনেগাল। তরুণ ও অভিজ্ঞ, দুইয়ের মিশেলে কাতার গিয়েছে রুনি, বেকহ্যামের দেশে। চলতি বিশ্বকাপে দুরন্ত শুরু করেছেন হ্যারি কেনরা। গ্রুপের প্রথম ম্যাচে ইরানকে ৬ গোল ও তৃতীয় ম্যাচে ওয়েলসকে ৩ গোলে হারায় ইংল্যান্ড। যদিও মার্কিনীদের বিরুদ্ধে ম্যাচ ড্র করে তারা। গ্রুপ বি টপার হয়েই নকআউটে গিয়েছে রাহিম স্টার্লিং, মার্কাস র্যাশফোর্ডরা। ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড, কিন্তু এবার বিশ্বজয় খিদেতে মশগুল হ্যারি কেনরা।
নিজেদের সেরাটা দিতে ঝাঁপাবেন ফিল ফডেন, বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, হ্যারি মাগুয়েররা। কাতার ও ইকুয়েডরকে হারিয়ে ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেনেগাল। যদিও সাদিও মানে না থাকায় সেনেগালকে ব্যাকফুটেই রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা। যদিও প্রত্যয়ী অ্যালিউ সিস। তাঁর কোচিংয়েই আফ্রিকা নেশন্স কাপ জয়ের স্বাদ পেয়েছিল সেনেগাল। ইংল্যান্ডকে হারিয়ে ফের অঘটন ঘটাবেন তারা? অল্প কিছু ক্ষণের মধ্যেই মিলবে উত্তর।