খেলা বিভাগে ফিরে যান

ফের মেসি ম্যাজিক, অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

December 4, 2022 | 2 min read

আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে গেল আর্জেন্টিনা।

এই জয়ে অসাধারণ একটি মাইলফলক স্পর্শ করলেন লিয়োনেল মেসি। তাঁর কেরিয়ারে বাঁ পায়ের জাদুতে গড়লেন হাজারতম ম্যাচ খেলার অনন্য কীর্তি। বিশ্বকাপে গোলের হিসেবে দিয়েগো মারাদোনাকে ছাড়িয়ে গেলেন মেসি। তাঁর গোল হলো ৯টি, নকআউট পর্বে প্রথম।

তাঁর গোলের সুবাদেই অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে আর দ্বিতীয় গোল করলেন জুলিয়ান আলভারেস।

শেষের দিকে অবশ্য ক্রেইগ গুডউইনের সৌভাগ্যসূচক গোলে কিছুটা আশা জাগে অস্ট্রেলিয়ার। তবে অঘটনের বিশ্বকাপে তেমন কোন‌ও অঘটনের জন্ম দিতে পারেনি তারা।

১৮ মিনিটের পর একবার আর্জেন্টিনার বক্সে ঢোকেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। তবে গোলে শট মারার আগেই বল গোললাইন অতিক্রম করে চলে যায়।

২২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম কর্নার পায় অস্ট্রেলিয়া। কিন্তু সেখান থেকে কোনও বিপদ তৈরি হয়নি আর্জেন্টিনার গোলে।

২৯ মিনিটে একটি হাফ-চান্স পায় অস্ট্রেলিয়া। তবে সবার উপরে হ্যারি সৌটার লাফিয়ে উঠেও ঠিকঠাক হেড করতে পারেননি।

প্রথম ৩০ মিনিটের দুই-তৃতীয়াংশ সময় পজেশন রেখে আক্রমণ শাণানোর চেষ্টা করে গেল অস্ট্রেলিয়া। অবশ্য অধিকাংশ সময়ই খেলা হলো মাঝমাঠ কেন্দ্রিক।

৩৪ মিনিটে ডান দিক দিয়ে ওঠা আক্রমণে আলেহান্দ্রো গোমেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা।

৩৫ মিনিটের পর অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙলেন মেসি। কর্নার ফ্ল্যাগের কাছে আর্জেন্টিনার ফুটবলারকে ফাউল করায় ফ্রিকিক পায় মেসির দল। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।

গোল খেয়ে আক্রমণে জোরালো হচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু খেলার রাশ আবার আর্জেন্টিনা নিয়ে নেয়।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করলেন জুলিয়ান আলভারেস। হাস্যকর ভুল করে বসেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক। বক্সের মধ্যে বেশি ক্ষণ পায়ে বল রাখার খেসারত দিতে হয় দিশেহারা ম্যাট রায়ানকে। চোখের পলকে তাঁর পা থেকে বল ছিনিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দিলেন আলভারেস।

মাঠে আধিপত্য ধরে রেখেছিল আর্জেন্টিনা। এরপর ৭৫ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে জোরাল শটে গোল করেন ক্রেইগ গুডউইন।

শেষ মিনিটে আর্জেন্টিনার গোলের সামনে বিপদ তৈরি হয়। ছয় গজ বক্সে ফাঁকায় বল পেয়ে যান অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড গ্যারাং কুয়োলো। জোরাল শটও মারেন তিনি।কিন্তু তাঁর শট দুর্দান্ত ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন মার্তিনেস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lionel Messi, #Argentina, #Australia, #FIFA World Cup 2022

আরো দেখুন