খেলা বিভাগে ফিরে যান

‘ঠিকই আছি’- হাসপাতাল থেকে বার্তা খোদ ফুটবল সম্রাট পেলের

December 4, 2022 | < 1 min read

দীর্ঘদিন ধরেই কোলন ক‌্যানসারের সঙ্গে লড়ে যাচ্ছেন ফুটবল সম্রাট। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার পেলেকে সাও পাওলোর অ‌্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। দুনিয়াজুড়ে খেলোয়াড় থেকে শুরু করে ফুটবলপ্রেমীরা সকলেই তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করতে শুরু করেন। এর মাঝেই শনিবার খবর ছড়িয়ে পড়ে ফুটবল সম্রাটের শারীরিক অবস্থার নাকি অবনতি হয়েছে। শনিবার ব্রাজিলের এক সংবাদসংস্থা তরফে দাবি করা হয়, পেলেকে প‌্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে। প্রসঙ্গত, রোগীর শরীর যখন চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেয়, তখনই রোগীকে প‌্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে। ​শোনা যায়, কিংবদন্তি তারকা নাকি কেমোথেরাপিতে নাকি সাড়া দিচ্ছেন না। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় সে খবর।

গোটা ফুটবল দুনিয়া পেলের (Pelé) সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করে দেয়। দোহার খলিফা স্টেডিয়ামের পাশে টর্চ টাওয়ারের এলইডি স্ক্রিন সেজে ওঠে পেলের সুস্থতা কামনায়। হ্যারি কেন থেকে শুরু করে তিতে, নেইমার থেকে এমবাপে কেউই বাদ যায়নি। এই পরিস্থিতিতে, খোদ ফুটবল সম্রাট নিজেই নামলেন আসরে। সামাজিক মাধ্যমে পেলে লিখলেন, তিনি সবাইকে আশ্বস্ত করতে চান। তিনি ঠিকই আছি, ডাক্তাররা যা বলছেন, তাই করছেন। মেডিক‌্যাল টিম ও ডাক্তারদের ধন‌্যবাদ দিয়েছেন তিনি। তিনি আরও লেখেন, ভক্তদের ভালবাসা তাঁকে শক্তি জোগায়। ঈশ্বরের উপর তিনি ভরসা রাখছেন।

হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ হওয়ায় পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। অ‌্যান্টিবায়োটিকে সাড়াও মেলায় পেলে আইসিইউতে রাখা হয়নি বলেও জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA World Cup 2022, #health Updates, #Pele

আরো দেখুন