দেশ বিভাগে ফিরে যান

EPFO-র পর এবার শেয়ার বাজারে খাটানো হবে ESI-এর টাকাও

December 5, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ PBI INDIA

এর আগে ইপিএফও’র টাকা শেয়ার বাজারে খাটানো আরম্ভ করা হয়েছিল। এখন ঠিক হয়েছে একই রকম ভাবে ইএসআইয়ের অর্থও শেয়ার বাজারে খাটানো হবে। জানা যাচ্ছে পাঁচ শতাংশ থেকে ১৫ শতাংশ টাকা এইভাবে খাটানো হবে। এই সিদ্ধান্ত হয়েছে রবিবার কর্মচারী রাজ্য বিমা নিগমের (ইএসআইসি) ১৮৯ তম বৈঠকে।

ইএসআইসি জানিয়েছে,এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রাহকের স্বার্থ বিঘ্নিত যাতে না হয়, এবং তারা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন, সে সব ভাবনাচিন্তা করেই। জানা যাচ্ছে, উদ্বৃত্ত অর্থই শেয়ার বাজারে বিনিয়োগ হবে। এই বিনিয়োগ সীমাবদ্ধ থাকবে নিফটি ৫০ এবং সেনসেক্সের মধ্যেই । কত শতাংশ অর্থ বিনিয়োগ করা হবে, তা চূড়ান্ত হবে একটি আর্থিক বছরের দুটো ত্রৈমাসিকের হিসেব খতিয়ে দেখেই। অভিজ্ঞ মহল এই সিদ্ধান্তকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #EPFO, #share markets, #Esic, #ESI

আরো দেখুন