খেলা বিভাগে ফিরে যান

পাঁচ তারিখ, সোমবার সকাল পর্যন্ত গোল্ডেন বুটের দাবিদার কে কে, জেনে নিন

December 5, 2022 | < 1 min read

কাতারে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউট স্টেজের খেলা। এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইংল্যান্ড।

এখনও পর্যন্ত ৫২টি ম্যাচে ১৩৪টি গোল হয়েছে এই বিশ্বকাপে। আজ সোমবার পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী দেখে নেওয়া যাক গোল্ডেন বুটের দৌড়ে কোন দেশের কোন খেলোয়াড় আছেন ।

এই বিশ্বকাপের এখনও পর্যন্ত ৫টি গোল করে ফ্রান্সের এমবাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে।

৩টি গোল করে দৌড়ে আছেন-

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • রাসফোর্ড(ইংল্যান্ড)
  • সাকা (ইংল্যান্ড)
  • জিরুড (ফ্রান্স)
  • গাকপো (নেদারল্যান্ডস)
  • মোরাতা (স্পেন)

২টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন-

  • আলভারেজ (আর্জেন্টিনা)
  • রিচার্লিসন (ব্রাজিল)
  • ক্রামারিক (ক্রোয়েশিয়া)
  • রিৎসু ডোয়ান(জাপান)
  • ব্রুনো ফার্নান্দেজ(পর্তুগাল)
  • চো (দক্ষিণ কোরিয়া)
  • টোরেস (স্পেন)
  • এমবোলো (সুইজারল্যান্ড)

১টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন –

  • এনজো ( আর্জেন্টিনা)
  • ম্যাকালিস্টার (আর্জেন্টিনা)
  • ক্যাসেমিরো (ব্রাজিল)
  • লিভাজা (ক্রোয়েশিয়া)
  • মাজের (ক্রোয়েশিয়া)
  • বেলিংহ্যাম (ইংল্যান্ড)
  • ফিল ফোডেন (ইংল্যান্ড)
  • জ্যাক গ্রেলিশ (ইংল্যান্ড)
  • জর্ডান হেন্ডারসন (ইংল্যান্ড)
  • হ্যারি কেন (ইংল্যান্ড)
  • রাহিম স্টারলিং (ইংল্যান্ড)
  • আদ্রিয়েন রাবিওট (ফ্রান্স)
  • আসানো (জাপান)
  • টানাকা (জাপান)
  • আবুকলাল (মরক্কো)
  • নেসিরি (মরক্কো)
  • রোমান (মরক্কো)
  • হাকিম জিয়াচ (মরক্কো)
  • ডেলি ব্লাইন্ড (নেদারল্যান্ডস)
  • মেমফিস ডিপে (নেদারল্যান্ডস)
  • ডেনজেল ​​ডামফ্রিজ (নেদারল্যান্ডস)
  • ফ্রেঙ্কি ডি জং (নেদারল্যান্ডস)
  • ডেভি ক্লাসেন (নেদারল্যান্ডস)
  • জন ফেলিক্স (পর্তুগাল)
  • রিকার্ডো হোর্তা (পর্তুগাল)
  • রাফায়েল দ্য লায়ন (পর্তুগাল)
  • ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
  • হোয়াং হি-চ্যান (দক্ষিণ কোরিয়া)
  • কিম ইয়ং-গ্ওন (দক্ষিণ কোরিয়া)
  • মার্কো অ্যাসেনসিও (স্পেন)
  • গাভি (স্পেন)
  • দানি ওলমো (স্পেন)
  • কার্লোস সোলার (স্পেন)
  • রেমো ফ্রেউলার (সুইজারল্যান্ড)
  • জেরদান শাকিরি (সুইজারল্যান্ড)

আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ ও মরোক্কোর নায়েফ ১টি করে সেমসাইড গোল করেছেন যথাক্রমে অস্ট্রেলিয়া ও কানাডার বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA World Cup 2022, #Qatar World Cup 2022, #Fifa Qatar world cup 2022, #Football, #Golden Boot

আরো দেখুন