← রাজ্য বিভাগে ফিরে যান
কয়েক মাসেই টেলিমেডিসিনে এক কোটি রোগী দেখা হয়েছে পশ্চিমবঙ্গে!
মাত্র কয়েকমাস আগে চালু হয়েছিল রাজ্যের টেলিমেডিসিন প্রকল্প ‘স্বাস্থ্যইঙ্গিত’ ভালোরকম সাফল্য পেল। রাজ্য সরকারের তথ্যের ভিত্তিতে জানা গেছে, এর মধ্যেই টেলিমেডিসিনের ভার্চুয়াল মাধ্যমে বাড়ির কাছের সুস্বাস্থ্য কেন্দ্রে বসে ডাক্তার দেখিয়েছেন মোট ১ কোটি রোগী।
প্রসঙ্গত, এই প্রকল্প ইতিমধ্যে একাধিক জাতীয় স্তরের পুরস্কারও পেয়েছে। ফিকি হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে এই প্রকল্পের অন্তর্গত টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট এবং স্বাস্থ্যইঙ্গিত। প্রসঙ্গত, টেলি নিউরো মেডিসিন পোর্টাল স্বাস্থ্য ইঙ্গিত-এর সঙ্গে জোড়া হয়েছে রাজ্যের ১১ হাসপাতালকে। জানা যাচ্ছে, প্রতিনিয়ত নির্দিষ্ট সময়ে, সমস্ত বিভাগীয় চিকিৎসকরা রোগীদের সমস্যার কথা শুনছেন ভিডিয়ো কলিংয়ের মাধ্যমে, উপযুক্ত টেলি মেডিসিনের পরামর্শ দিচ্ছেন তাঁদের সমস্যা অনুযায়ী।