দেশ বিভাগে ফিরে যান

সংসদের শীতকালীন অধিবেশন: সর্বদল বৈঠকে কোন বিষয় ওঠালো তৃণমূল?

December 6, 2022 | < 1 min read

https://www.youtube.com/watch?v=T1H_1oQEp2g

বুধবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার সংসদের উভয় কক্ষের নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় সংসদের লাইব্রেরি হলে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়ান, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, ডিএমকে সাংসদ টি আর বালু প্রমুখ।

এই সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেন বলে জানা গিয়েছে। তাঁরা বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে কেন্দ্রের কাজ করা উচিত। পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির পাওনা যেভাবে কেন্দ্র দীর্ঘদিন ধরে আটকে রেখেছে এবং বাংলার সরকারকে ক্রমাগত বিব্রত করে চলেছে তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী।

এর পাশাপাশি তৃণমূল সাংসদরা, উত্তরপূর্ব ভারতের একাধিক ইস্যু বিশেষ করে মেঘালয়ের সাম্প্রতিক কালের নানান সমস্যার কথা এদিনের বৈঠকে তুলে ধরেন।

এরই সঙ্গে দেশের ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা, লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিষয়, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মতো বিষয়গুলি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

সংসদের বিলগুলি সঠিকভাবে পর্যালোচনা করার জন্য আগে সংসদীয় সমিটি এবং সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#All Party Meet, #Winter Session, #parliament winter session, #Parliament, #all parties meeting, #all party meeting

আরো দেখুন