বিশ্বকাপের মাঝামাঝি সময়েও রোনাল্ডোর ক্লাব ক্যারিয়ার নিয়ে বিতর্ক অব্যাহত
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে বিশ্বকাপের আগে থেকেই বিতর্ক শুরু হয়েছে। বিশ্বকাপের মাঝামাঝি সময়েও তাঁর ক্লাব ক্যারিয়ার নিয়ে বিতর্ক শেষ হওয়ার কোনও লক্ষণ নেই! প্রতিদিনই নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে এই পর্তুগিজ তারকাকে নিয়ে।
ফুটবল বিশ্বকাপের মাঝেই নিজের পুরনো ক্লাবের সঙ্গে তিক্ততা আরও বাড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। জুভেন্টাসের কাছে প্রায় ১৭১ কোটি টাকা দাবি করেছেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরে পুরনো ক্লাবকে উকিলের চিঠি পাঠিয়েছেন রোনাল্ডো।
ইতালির সংবাদপত্র ‘গেজেত্তা দেলো স্পোর্ট’ জানিয়েছে, চুক্তির মাঝে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছেড়ে দেওয়ায় অনেক টাকার লোকসান হচ্ছে রোনাল্ডোর। সেই ক্ষতিপূরণ নিজের পুরনো ক্লাবকে করতে বলেছেন তিনি। কারণ, জুভেন্টাস ছেড়ে যখন রোনাল্ডো ম্যাঞ্চেস্টারে গিয়েছিলেন তখন নাকি চুক্তিতে লেখা ছিল, ইংল্যান্ডের ক্লাবে কোনও আর্থিক সমস্যা হলে জুভেন্টাসকে তা মেটাতে হবে। ইতালির ক্লাবকে উকিলের চিঠিও পাঠিয়েছেন রোনাল্ডো। জানা গিয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছে জুভেন্টাস। তবে এই বিষয়ে রোনাল্ডো, তাঁর এজেন্ট বা জুভেন্টাস কিছু জানায়নি।
এরই মধ্যে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর নিয়ে এখন চর্চা চলছে। মার্কার খবরে বলা হয়, জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোনালদো। তাঁর ব্যবস্থাপক দল এরই মধ্যে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা সেরে নিয়েছে। রোনালদোও সম্মতি দিয়েছেন।
তবে মঙ্গলবার পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচের পর জানা গেছে উল্টোটা। ইএসপিএনের খবরে বলা হয়, আল নাসরে খেলার সম্মতি দিয়েছেন কি না, প্রশ্ন করা হয় রোনালদোকে। এ সময় তিনি সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘না, এটা সত্য নয়।’
এরই মধ্যে মহাতারকাকে ছাড়া খেলতে নেমে মাঠে দুর্দান্ত ফুটবল উপহার দেয় পর্তুগাল (Portugal)। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ গোলে জিতে জায়গা করে নিয়েছে কোয়ার্টার-ফাইনালে।
সপ্তদশ মিনিটে এগিয়েও যায় তারা। জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে দুরূহ কোণ থেকে গনসালো রামোসের ফ্লিক কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ায়। গোলের উল্লাসে মেতে ওঠে গ্যালারি। রোনাল্ডোর শূন্যতার অভাব যেন চাপা পড়ে কিছুটা, কিন্তু পুরোপুরি নয়।