এবার GI তকমা পেতে পারে নতুন গুড়ের সন্দেশ, কনকচূড় ধানসহ অনেক কিছুই
জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI তকমা পেতে একসঙ্গে একাধিক পণ্যের জন্যে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর আবেদন জানিয়েছে বলে জানা যাচ্ছে। জিআই রেজিস্ট্রিতে সেই আবেদনগুলি গৃহীতও হয়েছে। এই পণ্যগুলির মধ্যে আছে শান্তিনিকেতনের আলপনাও।
জিআই রেজিস্ট্রিতে সেই আবেদনে যে পণ্যগুলির কথা বলা হয়েছে, তাতে আছে শান্তিনিকেতনের আলপনা, কামারপুকুরের সাদা বোঁদে, নতুন গুড়ের সন্দেশ, বিষ্ণুপুরের দশাবতার তাস, কনকচূড় ধান, মুর্শিদাবাদের খাগড়ার কাঁসার বাসন ও অন্যান্য সামগ্রী, বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, শোলার কারুকাজ, বাঁকুড়ার শাঁখের কাজ।
জানা যাচ্ছে, আগামী দিনে আরও কিছু পণ্য এই তালিকায় আসবে। যে পণ্যের জন্য আবেদন করা হয়েছে এবং গৃহীত হয়েছে, এবার সেগুলির সমর্থনে প্রয়োজনীয় গবেষণাপত্র এবং প্রামাণ্য দলিল জমা দেওয়া হবে। কোনও একটি নির্দিষ্ট এলাকায় কোনও পণ্যের বিস্তার হলে, সেই আঞ্চলিক পণ্যটির জন্য GI-য়ের আবেদন করা যায়। সেক্ষেত্রে প্রমাণ দিতে হয়, সেই পণ্যটি ওই নির্দিষ্ট এলাকাতেই প্রসিদ্ধি লাভ করেছে। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের কর্তারা দাবি করেছেন, সেই কাজও সম্পূর্ণ।