দেশ বিভাগে ফিরে যান

ঘূর্ণিঝড় মন্দৌসের জেরে লন্ডভন্ড চেন্নাই, পুদুচেরি

December 10, 2022 | < 1 min read

শুক্রবার রাত দেড়টা নাগাদ পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে আছড়ে পড়ে মনদৌস Cyclone Mandous)। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৮৫ কিমি।

মন্দৌসের তাণ্ডবে চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে শতাধিক গাছ। লন্ডভন্ড হয়ে গিয়েছে মেরিনা বিচ। বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে দেওয়াল, বিদ্যুতের খুঁটি। তুমুল বৃষ্টিতে রাস্তা জলমগ্ন। একাধিক ট্রেন বাতিল হয়েছে, বাতিল করা হয়েছে বিমানও। হাওয়া অফিস সূত্রে খবর, চেন্নাইয়ে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ১১৫ মিমি। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্থলভাগের উপর দিয়ে ঘূর্ণিঝড় অতিক্রম করার পর সেটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর পর আরও শক্তি হারিয়ে মন্দৌস নিম্নচাপে পরিণত হবে।

ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chennai, #Puducherry, #cyclone mandous

আরো দেখুন