রোনাল্ডোদের স্বপ্নভঙ্গ করে ইতিহাস গড়ল মরক্কো
সাধের বিশ্বকাপ ট্রফিটা না ছুঁয়েই বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনান্ডোকে। মরক্কোর ইতিহাস গড়ার রাতে স্বপ্ন ভাঙার যন্ত্রণা নিয়ে বিশ্বকাপ-অধ্যায়ের ইতি টানলেন ফুটবলের এক মহানায়ক। মরক্কোর কাছে পর্তুগাল হারল ১-০ গোলে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠে আগেই ইতিহাস গড়েছিল মরক্কো। এবার তারা গড়ে ফেলল আরও বড় কীর্তি। আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো মরক্কো।
দোহার আল থুমামা স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মুখোমুখি হয়েছিল মরক্কোর।
এদিনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস। শেষ ষোলোয় হ্যাটট্রিকের সুবাস ছড়ানো গনসালো রামোস এবার যতক্ষণ খেললেন, নিজের ছায়া হয়েই রইলেন। বদলি নেমে দলকে বাঁচাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।
প্রথম থেকেই আক্রমণ নামে পর্তুগাল। দুই প্রান্ত ব্যবহার করে বক্সে ক্রস করার চেষ্টা করে তারা। ৪ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্দেজের ফ্রিকিক থেকে দুরন্ত হেড করেন জোয়াও ফেলিক্স। তার হেড বাঁচিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।
তবে প্রথমার্ধে বল দখলে পর্তুগাল এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করল মরক্কো। ৪২ মিনিটে এগিয়ে যায় মরক্কো। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে মরক্কো। বক্সে বল ভাসিয়ে দেন বৌফাল। আগুয়ান গোলরক্ষক কস্তা বলের নাগাল পাওয়ার আগে হেডে গোল করেন ইউসুফ এন-নেসিরি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো। মরক্কোর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে তিন গোল করলেন সেভিয়ার ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিরতির পর শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৫২ মিনিটে মাঠে নামেন রোনাল্ডো। নেমেই বাঁ প্রান্ত দিয়ে দারুণ একটি ক্রসও করেন। তবে সেটি থামিয়ে দেন বুনু। পর্তুগালের আক্রমণের চাপে এ সময় কিছুটা কোণঠাসা হয়ে পড়ে মরক্কো। ৫৮ মিনিটে গনসালো রামোসের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। ৬৪ মিনিটে ডি–বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের শট পোস্টের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পর্তুগিজ রক্ষণে তেমন কোনো ভীতিই ছড়াতে পারেনি ৬৮ মিনিটে ফার্নান্দেজের ক্রসে রোনাল্ডো মাথা ছোঁয়াতে পারলে বদলে যেত ম্যাচের মোড়।
আক্রমণের পর আক্রমণে মরক্কোর রক্ষণকে নাকাল করেও কাজের কাজটি কতে পারছিল না পর্তুগাল। রোনাল্ডো–ফার্নান্দেজদের কোনো প্রচেষ্টায় অ্যাটলাস পর্বত হয়ে দাঁড়িয়ে থাকা আফ্রিকার দেশটির দেয়াল ভাঙতে পারছিল না। ৮৩ মিনিটে রোনাল্ডোর থামিয়ে দেওয়া বলে বুলেট গতির এক শট নেন ফেলিক্স। কিন্তু সেই শট দারুণভাবে থামিয়ে দেন বুনু।
শেষপর্যন্ত রাউন্ড অফ সিক্সটিনে স্পেনকে হারিয়ে কেয়ার্টার ফাইনালে পৌঁছেছিল মরক্কো। এবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে বিদায় করে তারা পা রাখলো সেমিফাইনালে।