খেলা বিভাগে ফিরে যান

আর্জেন্টিনার রেফারি টেলোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট খেলা পরিচালনার অভিযোগ রোনাল্ডোদের

December 11, 2022 | < 1 min read

স্বপ্নের দৌড় ছুটছে মরক্কো। পর্তুগালকে রুখে দিয়ে তারা এখন বিশ্বকাপের সেমি ফাইনালে। অন্যদিকে, বিশ্বকাপ অধরা থেকে গেল রোনাল্ডোর। বাড়ি ফিরছে পর্তুগিজরা, পরাজয়ের জন্যে তারা দায়ী করেছেন রেফারিকে। পর্তুগাল শিবিরের দাবি, আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো টেলোর জন্যেই তারা হেরেছেন।

বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বনাম মরক্কো ম্যাচ পরিচালনা করার দায়িত্ব ছিল চল্লিশ বছর বয়সী টেলোর কাঁধে। তিনিই এখন ভিলেন। ব্রুনো ফার্নান্ডেজ থেকে পেপে, রেফারিকে নিশানা করেছেন সকলেই। এমন ম্যাচের দায়িত্ব কেন একজন আর্জেন্টিনার রেফারিকে দেওয়া হল, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে তারা। পেপে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, ‘বিশ্বকাপটা আর্জেন্টিনাকে দিয়ে দিলেই পারে।’

পর্তুগাল শিবিরের অভিযোগ, দ্বিতীয়ার্ধে রেফারি পক্ষপাতদুষ্টভাবে খেলা পরিচালনা করেছেন। রোনাল্ডোদের ম্যাচে ফেরার সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। বারবার খেলা থামিয়ে, খেলার ছন্দ ব্যাহত করেছেন রেফারি। মরক্কো সময় নষ্ট করলেও রেফারি পদক্ষেপ করেননি। ব্রুনো ফার্নান্ডেজও ম্যাচ পরিচালনায় পক্ষপাতিত্বের অভিযোগ করছেন। রুবেন ডিয়াস মনে করছেন, মরক্কোর বক্সে ব্রুনোকে ফাউল করার জন্যে তাদের একটা পেনাল্টি প্রাপ্য ছিল।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন এই রেফারি। সেই ম্যাচেও পরাজয়ের মুখ দেখেছিল পর্তুগাল। সেই ম্যাচেও রেফারিং নিয়ে সরব হয়েছিলেন ব্রুনো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Portugal, #FIFA World Cup 2022, #Qatar World Cup, #Referee, #Facundo tello, #Argentina

আরো দেখুন