দেশ বিভাগে ফিরে যান

তৈরি হল ইতিহাস, IOA-এর প্রথম মহিলা সভাপতি হলেন পিটি ঊষা

December 11, 2022 | < 1 min read

ইতিহাস তৈরি করলেন কিংবদন্তি অ্যাথলিট পিটি ঊষা। প্রথম মহিলা হিসেবে দেশের অলিম্পিক সংস্থার সভাপতির পদে বসলেন তিনি।

গতকাল অর্থাৎ ১০ ডিসেম্বর ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি নির্বাচন হওয়ার কথা ছিল। তাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি।

প্রসঙ্গত, ২৭ নভেম্বর ছিল IOA-এর সভাপতি পদের জন্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিনই জানা গিয়েছিল তিনিই হতে চলেছেন দেশের অলিম্পিক সংস্থার আগামী সভাপতি। পিটি ঊষা ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঊষা প্রেসিডেন্ট হয়ে যান। গতকাল তা সরকারিভাবে প্রকাশ্যে এল।

খেলোয়াড় জীবনে এশিয়ান গেমসে একাধিক সোনা জয় করেছেন তিনি। ১৯৮৪-এর অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করায় একটুর জন্যে পদক ছাড়া হয়েগিয়েছিল তাঁর। ট্র্যাক থেকে অবসর নেওয়ার পর তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করতেন এই অ্যাথলিট। এবার তিনি ক্রীড়া প্রশাসনে এলেন, প্রাক্তন খেলোয়াড় ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি হওয়ায়, সংস্থার উন্নতির বিষয়ে আশাবাদী দেশের ক্রীড়ামহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pt Usha, #IOA President

আরো দেখুন