হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু, ডেপুটি মুকেশ অগ্নিহোত্রী
আজ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু। হিমাচল প্রদেশের প্রাক্তন বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী হচ্ছেন উপ মুখ্যমন্ত্রী। তিনি এদিন শপথ নিয়েছেন। নব নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান হিমাচলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের সদ্য নির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন।
৬৮ আসনের হিমাচল বিধানসভায় ৪০টি আসনে জয়ী হয়ে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হাত শিবির। তারপরই বিধায়কদের একজোট করে সরকার গড়তে তৎপর হয় কংগ্রেস। জয়ের পর মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে হাই কম্যান্ডের দ্বারস্থ হন প্রতিভা সিং। যদিও শনিবার কংগ্রেসের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু। প্রতিভা সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংকেও গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। হিমাচলের রাজ্য কংগ্রেস সামলানোর দায়িত্ব পেতে পারেন প্রতিভা সিং।
ভাল ভাল কাজ করবেন হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী, আশাবাদী তাঁর মা।