দেশ বিভাগে ফিরে যান

সাকেতের গ্রেপ্তারি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল

December 11, 2022 | < 1 min read

বেনজির তথা নিয়ম বিরুদ্ধ ভাবে সাকেত গোখলের গ্রেপ্তারির পরিপ্রেক্ষিতে আগামীকাল বেলা সাড়ে এগারোটায় ভারতের জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। প্রসঙ্গত, মোরবির ব্রিজ বিপর্যয় নিয়ে টুইট করার কারণে তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা আরটিআই কর্মী সাকেত গোখলকে গ্রেপ্তার করে গুজরাত পুলিশ। একবার নয়, জামিন পাওয়ার পরেও ফের তাঁকে গ্রেপ্তার করা হয়। গোটা ঘটনাটি ঘটেছে নিয়ম বিরুদ্ধেভাবে, কারণ গুজরাতে সেই সময় নির্বাচনী আচরণ বিধি লাগু ছিল। প্রথম থেকেই এই গ্রেপ্তারির বৈধতা ও যৌক্তিকতা নিয়ে সরব হয়েছে জোড়াফুল শিবির।

সেই মর্মে তৃণমূল সাংসদদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চলেছে। প্রতিনিধি দলে থাকছেন, তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়, লোকসভার মুখ্য সচেতক কল্যাণ ব্যানার্জী, রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার সাংসদ মৌসম নূর এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন।

TwitterFacebookWhatsAppEmailShare

#arrest, #Tmc delegation, #Election Commision of India, #tmc, #Saket Gokhale

আরো দেখুন