কলকাতা বিভাগে ফিরে যান

আজ থেকে উদ্বোধন ২৮তম KIFF-এর, চাঁদের হাটে অমিতাভ, শাহরুখ, জয়া, রানী

December 15, 2022 | < 1 min read

শীতের কলকাতা মানেই চলচ্চিত্র উৎসবের আসর। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতজি ইন্ডোর স্টেডিয়ামে আজ বিকেল ৪টেয় সময় চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার নব নিযুক্ত রাজ্যেপাল সিভি আনন্দ বোস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অমিতাভ বচ্চনের হাতেই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। শাহরুখ খান এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, সম্মানীয় অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে থাকছেন মহেশ ভাট এবং শত্রুঘ্ন সিনহা, রানী মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিংসহ বলিউড ও টলিউডের তাবড় তারকারা হাজির থাকবেন।

উদ্বোধনী ছবি হিসেবে অমিতাভ ও জয়া অভিনীত হৃষিকেশ মুখোপাধ্যায়ের অভিমান ছবিটি দেখানো হবে। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচিত্র উৎসব। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে শতবর্ষ বিভাগে থাকছে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত সাতটি ছবি। অসিত সেন, ভারতী দেবী, আলি আকবর খান, দিলীপ কুমার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মার শতবর্ষ স্মরণে বেশ কয়েকটি ছবি দেখানো হবে। বিশেষ শ্রদ্ধার্ঘ্য বিভাগে তরুণ মজুমদারের তিনটি ছবি রাখা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চনের তিনটি ছবিও থাকছে এবারের চলচ্চিত্র উৎসবে। বাংলা প্যানরমা বিভাগে সাতটি ছবি রাখা হয়েছে। জঁ লুক গোদারের চারটি ছবি থাকছে হোমেজ বিভাগে। প্রতিবারের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগ থাকছেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pather Panchali, #amitabh bachchan, #shah rukh khan, #Kolkata International Film festival, #28th Kolkata Film Festival, #Rani Mukerji, #Charlie Chaplin

আরো দেখুন