খেলা বিভাগে ফিরে যান

চট্টগ্রাম টেস্টে সিরাজ-কুলদীপদের বোলিংয়ের সামনে বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

December 15, 2022 | 2 min read

চট্টগ্রামে ভারত-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনের শেষে চাপে বাংলাদেশ। ভারতের ৪০৪ রানের জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ১৩৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ, প্রথম ইনিংসে পিছিয়ে ২৭১ রানে। কঠিন পিচে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটারের কেউই দাঁড়াতে পারেননি।

প্রায় দু’বছর পর টেস্ট খেলতে নেমে ছন্দে রয়েছেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব একাই নিয়েছেন ৪ উইকেট। ব্যাট হাতেও তিনি ৪০ রান করেন।


দ্বিতীয় দিনের শুরুতে শতরানের কাছে এসেও সাজঘরে ফিরে গিয়েছিলেন শ্রেয়স আয়ার। ৮৬ রান করে বোল্ড হন তিনি। শ্রেয়স আউট হলেও ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। অশ্বিন এবং কুলদীপ ৯২ রানের জুটি গড়েন। অশ্বিন করেন ৫৮ রান। কুলদীপ করেন ৪০ রান।

ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই আউট হন।


মোহাম্মদ সিরাজের করা অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার ঋষভ পন্তের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন। মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব, দুজন মিলে নিয়েছেন ৭ উইকেট।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Bangladesh, #Mohammed Siraj, #test match, #Kuldeep Yadav

আরো দেখুন