KIFF-এর প্রতিযোগিতায় কোন বিভাগে কোন কোন ছবি? জেনে নিন
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই দেশ-বিদেশের ছবির আসর। সঙ্গে জমে ওঠে ছবির প্রতিযোগিতা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় (ইনোভেশন ইন মুভিং ইমেজেস) থাকছে, কুড়া পক্ষীর শূন্যে উড়ান, শোকোহে খামোশ, প্রজাপতি, দ্যি ওয়ার্ম ব্লুজ, দ্যি দেশম্যান’স ব্রাইড, ফার্স্ট স্নো, ইন লিম্বো, বেরবু, আউল, ইউরোপ, আপঅন এন্ট্রি, লা বুর্জা দে হিটলার (হিটলার’স উইচ), ট্রাভেলার্স ইনসাইড ফরেন হেডস, ডার্টি ডিফিকাল্ট ডেঞ্জারাস।
ভারতীয় ভাষায় সিনেমার প্রতিযোগিতায় স্থান পেয়েছে, লক্ষ্মীর পা, সল্ট অফ দ্যি আর্থ, একমান, সাত্থা সুথাকাদ সুত্থ, বিগিনিং, তোরার হাসবেন্ড, দ্যি ফলেন আর কানেকটেড, মুথায়া, গ্লোবাল অ্যাডগাওন, নানীরা, ওসিডি, সিকাইসাল, সথালাম, ছাদ।
নেটপ্যাক প্রতিযোগিতায় রয়েছে, ইউয়ি স্যাটলেট, অ্যানোকোনো ইউমেও মিজুণীনগাশিটি, চাবিওয়ালা, ডোভ, পম্মালে কোদাগ, দোসরা, জেকে ১৯৭১, মুন্নী।
এছাড়াও স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্রের প্রতিযোগিতা রয়েছে।