← দেশ বিভাগে ফিরে যান
সংসদে ঐক্যবদ্ধ বিরোধীরা, অধিবেশনে আলোচনার জন্য ৬-দফা দাবি পেশ
গুজরাতের ভোটের জন্য সংসদের শীতকালীন অধিবেশন এমনিতেই দেরিতে শুরু হয়েছে। তার ওপর অধিবেশনের প্রথমদিন থেকেই সরকার বনাম বিরোধীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে। বুধবার চীন প্রসঙ্গে সরকার পক্ষ যখন আলোচনা করা থেকে বিরত থেকেছে, বুধবিরোধীরা সংসদের দুই কক্ষ থেকেই একযোগে ওয়াকআউট করে। মনে করা হচ্ছে, আজ বৃহস্পতিবারও সরকারকে চাপে রাখতে চেষ্টা করবে ঐক্যবদ্ধ বিরোধীদলগুলো।
এই আবহাওয়ায় তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবার সকালে টুইট করে জানিয়েছেন তৃণমূল সহ বিরোধীরা সংসদে মূলত ৬টি বিষয়ের উপর আলোচনার দাবি জানাচ্ছে। সেগুলি হল:
- ১। যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অর্থনৈতিক অবরোধে রাজ্য সরকারগুলিকে নড়বড়ে করে দেওয়া।
- ২। উত্তর-পূর্ব ভারত বিশেষত মেঘালয় পরিস্থিতি।
- ৩। বেকারত্ব
- ৪। দ্রব্যমূল্য বৃদ্ধি
- ৫। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার।
- ৬। চীন