বিবিধ বিভাগে ফিরে যান

বাঙালির ল্যাদ ‘Goblin Mode’ এবার অক্সফোর্ডের Word of the Year

December 16, 2022 | < 1 min read

২০২২ সালের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্যি ইয়ার হল ‘Goblin Mode’, প্রতি বছরই ডিসেম্বরে অক্সফোর্ড বছরের সেরা শব্দের ঘোষণা করে। যেমন গত বছর অর্থাৎ ২০২১ সালের ওয়ার্ড অফ দ্যি ইয়ার ছিল ভ্যাক্স, ভ্যাক্সিনের ছোট্ট সংস্করণ।

প্রসঙ্গত, এবারই প্রথম মানুষের ভোটের মাধ্যমে অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্যি ইয়ার বেছে নিয়েছে। ভোটের লড়াইয়ে ছিল তিনটি শব্দ, Goblin mode, Metaverse এবং #IStandWith। তার মধ্যে Goblin Mode ৯৩% ভোট পেয়েছে।

কিন্তু এই ‘Goblin Mode’-এর মানে কী?

‘Goblin Mode’-কে ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে, মানুষ যখন একান্তই নিজের মতো জীবন যাপন করে। সমাজকে পাত্তা না দিয়ে, মানুষ যখন অলসভাবে, সমাজ থেকে বিচ্ছিন্নভাবে নিজের মর্জি মতো থাকতে শুরু করে, গোটা দুনিয়ার প্রতি Don’t care আচরণ করে, তাকে Goblin Mode বলা হচ্ছে। আদপে এটি তো বাঙালির ল্যাদই, বাঙালি আদি-অনন্তকাল ধরে নিজের মতোই জীবন যাপন করে। যাবতীয় ব্যস্ততাকে থোড়াই কেয়ার করে, মাছে-মটনে আর রসগোল্লা সন্দেশে বাঁচে। গত দু-বছরব্যাপী করোনার কারণেই গোটা দুনিয়াই Goblin Mode-এর কবলে। যদিও ২০০৯ সালে Goblin Mode শব্দবন্ধটি প্রথম টুইটারে ব্যবহার করা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Oxford English Dictionary, #Goblin Mode, #Word of the Year

আরো দেখুন