খেলা বিভাগে ফিরে যান

লিওদের মতো লাকি জার্সি পরেই নামছে এমবাপেরা

December 18, 2022 | < 1 min read

খেলোয়াড়দের মধ্যে অজস্র রকমের কুসংস্কার থাকে, থাকে পয়া-অপয়া তত্ত্ব। এবারের ফাইনালে নিজেদের লাকি জার্সি, অর্থাৎ নীল সাদা জার্সি পরেই নামছে আর্জেন্টিনা। অ্যাওয়ে জার্সি পরে খেলতে নেমে বিশ্বকাপ খুইয়েছে মেসিরা। তাই এবার নীল-সাদাতেই ভরসা।

সেই এক পথে এগোলো ফ্রান্সও। কাতার বিশ্বকাপের ফাইনালে তারাও ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের জার্সি পরে নামতে চলেছে। জার্সির রঙ ও ডিজাইনটা একই রাখা হচ্ছে। ২০১৮ পর ২০২২, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করল ফ্রান্স। দুর্দান্ত ফর্মে রয়েছে জিদানের দেশের ছেলেরা। আজ এমবাপেদের সামনে ইতিহাস তৈরির হাতছানি। ফ্রান্সের ভরসা এমবাপের গতি, জিরুর আক্রমণাত্মক ভঙ্গি। যদিও মেসি- অ্যালভারেজ যুগলবন্দী চিন্তায় রাখবে ফ্রান্সকে। অন্যদিকে, ক্যামেল ফ্লুয়ের হানায় ফরাসি শিবির বিপন্ন। এখন দেখার কোন দেশের জার্সির লাক কিস্তিমাত করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#france, #Argentina, #jersey, #Fifa Qatar world cup 2022, #Argentina vs France

আরো দেখুন