প্রযুক্তি বিভাগে ফিরে যান

ডাক্তারবাবুর প্রেসক্রিপশন পড়ে দেবে গুগল, আসছে নতুন ফিচার

December 21, 2022 | < 1 min read

প্রেসক্রিপশন পড়ে গুগলই জানিয়ে দেবে ওষুধের নাম, ছবি: গুগল ইন্ডিয়া টুইটার

রোগীর রোগ সারাতে ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখে দেন দাওয়াই। চিকিৎসকদের হাতের লেখার পাঠোদ্ধার করতে কালঘামছোটে রোগীদের। তারপর ওষুধের নাম উদ্ধার করেন ওষুধের দোকানদাররা। ডাক্তারের জড়ানো হাতের লেখা পড়া আমজনতার কাছে সত্যিই সমস্যার বিষয়। এবার সমস্যার সমাধানে এগিয়ে এল গুগল। প্রেসক্রিপশনের (prescriptions) লেখা চিনতে অভিনব প্রযুক্তি আনতে চলেছে গুগল (Google)।

সোমবার ‘গুগল ফর ইন্ডিয়া’ (Google for India) নামের এক অনুষ্ঠান তারা জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং পদ্ধতিকে কাজে লাগিয়ে এক অভিনব ফিচার আনছে গুগল। গুগল জানিয়েছে, গবেষণা চলছে, রিসার্চ প্রোটোটাইপ তৈরি হয়েছে। সহজেই ডাক্তারদের লেখা উদ্ধার করা যাবে। প্রেসক্রিপশনের ছবি গুগল লেন্সের মাধ্যমে তুলতে হবে। তারপরই ওষুধের নাম লেখার আকারে জানিয়ে দেবে গুগল। প্রেসক্রিপশনের ছবি ফোনে তোলা থাকলে, তা গুগল লেন্সে আপলোড করা যাবে।

জানা গিয়েছে খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে। গুগলের কর্তারা আশাবাদী, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই ব্যবস্থা আগামীদিনে ফলপ্রসূ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Google, #technology, #Prescription

আরো দেখুন