চিনে নিন বাইশের বিশ্বকাপের উঠতি তারকাদের
বিশ্বকাপ শেষ হয়েছে। প্রতিবার বিশ্বকাপ জন্ম দেয় আগামীর তারকাদের। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
চিনে নিন বাইশের বিশ্বকাপে এক ঝাঁক উঠতি তারকাদের:
ইয়াসিন বুনু: মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু, কাতার বিশ্বকাপে মরক্কোর স্বপ্ন উড়ানের অন্যতম নায়ক তিনি।
ডমিনিক লিভাকোভিচ: ক্রোয়েশিয়ার ভরসা হয়ে উঠেছিলেন লিভাকোভিচ। তিনি ব্রাজিল বধের নায়ক।
রিৎসু দোয়ান: সদ্য সমাপ্ত বিশ্বকাপে জাপানিদের অন্যতম ভরসা ছিলেন দোয়ান। জার্মানি এবং স্পেন ম্যাচে নির্নায়ক ভূমিকা নিয়েছিলেন দোয়ান।
আজ্জেদিন ওউনাহি: স্পেন এবং পর্তুগালকে রুখে দিয়ে সকলের নজর কেড়েছেন ওউনাহি।
গনসালো রামোস: প্রি-কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নেমেই হ্যাটট্রিক করেছিলেন রামোস। ফলে তাকে নিয়েও ক্লাবগুলির মধ্যে লড়াই চলতে পারে।
সোফিয়ান আমরাবাত: বিপক্ষের ডিফেন্স চিরে মরক্কোর সোফিয়ানের দৌড়, অনবরত আক্রমণ নজর কেড়েছে।
হ্যারি সাউটার: রক্ষণে খেলে দলকে শেষ ষোলোয় তুলেছিলেন হ্যারি সাউটার।
এনজো ফের্নান্দেস: এবারের বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা তিনি।
মহম্মদ কুদুস: তিন ম্যাচে দুই গোল করে তিনিও ক্লাবগুলির নজরে পড়ে গিয়েছেন।
সোফিয়ান বৌফাল: বাইশের বিশ্বকাপে পায়ে অসম্ভব ভাল কাজ ও ড্রিবলিং দেখিয়েছেন সোফিয়ান।
সালেম আলদাওসারি: আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত বাঁকানো শটে তার জয়সূচক গোল বহুদিন মনে রাখবে ফুটবল দুনিয়া। মাঝ মাঠ থেকে অনায়াসে আক্রমণ তৈরি করতে পারেন তিনি।