তথ্য যাচাই বিভাগে ফিরে যান

কোভিড XBB ভ্যারিয়েন্ট নিয়ে হোয়াটসঅ্যাপে ভাইরাল মেসেজ! জেনে নিন আসল সত্য

December 23, 2022 | < 1 min read

চীন ও অন্যান্য দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতেও সতর্কতা জারি হয়েছে। কোভিডের নতুন ভেরিয়েন্ট ‘বিএফ.৭’-উপর নজরদারি করছে রাজ্যগুলি। কেন্দ্রের পক্ষ থেকে পজিটিভ কেসের নমুনাগুলির জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই কোভিড আতঙ্কের পরিবেশের মধ্যে, হোয়াটসঅ্যাপ একটি বার্তা ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে যে ওমিক্রনের সদ্য আবিষ্কৃত XBB উপরূপটির লক্ষণগুলি কী কী? এছাড়াও এখানে বলা হয়েছে এই ভ্যারিয়েন্টটি পাঁচগুণ বেশি মারাত্মক এবং ডেল্টার চেয়ে মৃত্যুর হার বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই হোয়াটসঅ্যাপ বার্তাটিকে ভুয়া এবং বিভ্রান্তিকর হিসাবে আখ্যা দিয়েছে। ভারতীয় নাগরিকদের এটি বিশ্বাস না করার বা এটি Whatsapp-এ ফরোয়ার্ড না করার পরামর্শ দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Union Health Ministry, #Viral Post, #Coronavirus

আরো দেখুন