শেষ হল KIFF, কোন ছবিগুলো জিতল সেরার শিরোপা
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রবীন্দ্র সদনে শেষ হয়ে গেল ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব। এদিনই KIFF-এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল। ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে অর্থাৎ আন্তর্জাতিক ছবি বিভাগে সেরার শিরোপা পেল স্পেনের ছবি ‘আপ অন এন্ট্রি এবং ওপার বাংলার ছবি কুড়া পক্ষীর শূন্যে উড়া। দুটি ছবিই গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে। হিটলার’স উইচ ছবিটির জন্য আন্তর্জাতিক ছবি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেলেন দুই পরিচালক আর্নেস্তো আরদিতো এবং ভিরনা মোলিনা। পরিচালক নাহিদ হাসানজাদের ছবি সাইলেন্ট গ্লোরি আন্তর্জাতিক ছবির বিভাগে বিশেষ জুরি সম্মান পেয়েছে।
এবারের চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের শিরোপা পেয়েছে নেহা শর্মার নিব্রিম দি আন সেটেল্ড শেড। স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে প্রত্যয় সাহা পরিচালিত ম্যায় মেহমুদ সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। নাবাপান ডেকার ভয়েড এবং প্রসেনজিৎ চৌধুরী পরিচালিত হাতের স্পর্শ স্বল্প দৈর্ঘ্যের ছবি বিভাগে জুরি পুরস্কার জিতেছে। নেটপ্যাক পুরস্কার পেয়েছে তাজাকিস্তানের ছবি ফরচুন। ভারতীয় ভাষার ছবি বিভাগে হীরালাল সেন স্মৃতি পুরস্কার জিতে নিয়েছে ভাস্কর মৌর্য পরিচালিত তেলুগু ছবি মুথাইয়া। নানিরা ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন দীপঙ্কর প্রকাশ। ইন্দ্রাণী পরিচালিত ছাদ এবং ববি শর্মা বড়ুয়ার সিকাইসাল ভারতীয় ভাষায় সিনেমা বিভাগে বিশেষ জুরি পুরস্কার জিতেছে।