রাজ্য বিভাগে ফিরে যান

কাঁপছে দিল্লি, ঘামছে কলকাতা

December 27, 2022 | < 1 min read

আজ সকালে ঠান্ডায় জেগে উঠল দিল্লি। রাজধানীর রাস্তাগুলি ঘন কুয়াশার চাদরে মোড়ানো যা দৃশ্যমানতাকে ন্যূনতম মাত্রায় নামিয়ে এনেছে।


উত্তর ভারতে শৈত্যপ্রবাহের কারণে আজ সকালে জাতীয় রাজধানীতে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মরশুমের সর্বনিম্ন, স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। অন্যদিকে ডিসেম্বরের শেষ সপ্তাহে গলদঘর্ম কলকাতা।

ভারতের আবহাওয়া দফতর আজ দিল্লিতে ভয়াবহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে।

গতকাল বিকালে আইএমডি একটি বুলেটিনে বলেছিল, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশে ঠান্ডা তীব্র ঠান্ডা দিনের পরিস্থিতি থাকবে।

২০২২ সালের আজ ২৭ ডিসেম্বর সাম্প্রতিক কালে শহরের উষ্ণতম ডিসেম্বর। ১৮ বছরের রেকর্ড ভেঙে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। এর আগে, ২০০৪ সালে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ২০.৪ ডিগ্রি। ওটাই ছিল এযাবত সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা।এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #delhi, #Weather forecast, #weather office report, #Weather Update

আরো দেখুন