বিনোদন বিভাগে ফিরে যান

বেড়েই চলেছে হিন্দি আগ্রাসন, বাবা-মা-সহ CISF-এর হেনস্তার শিকার অভিনেতা সিদ্ধার্থ

December 28, 2022 | < 1 min read

বিরোধীদের অভিযোগ মোদী আমলে দেশজুড়ে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। বিজেপির নেতা-মন্ত্রীরা বারবার হিন্দির পক্ষেই সওয়াল করেন। লাগাতার সেই হিন্দি চাপিয়ে দেওয়ার ঘটনা ঘটেই চলেছে। এবার হিন্দিতে কথা না বলায় মাদুরাই এয়ারপোর্টে হেনস্তার শিকার হলেন অভিনেতা সিদ্ধার্থ এবং তাঁর বাবা-মা।

দক্ষিণী নায়ক নিজেই ইনস্টাগ্রামে ঘটনার কথা লিখেছেন। তিনি জানিয়েছেন, হিন্দি না বলায় সিআরপিএফ জওয়ানরা, তাঁর বাবা-মায়ের ব্যাগ থেকে কয়েন ফেলে দেন। বারবার ইংরেজিতে কথা বলার অনুরোধ করেও কাজ হয়নি। সিদ্ধার্থর দাবি, ব্যাগ থেকে কেন কয়েন বের করতে হবে প্রশ্ন করতেই জওয়ানরা বলেন, এটাই ভারতবর্ষ। এখানে এই সবই চলে। উল্লেখ্য, সিআইএসএফ মাদুরাই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব সামলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#actor, #CRPF, #Harassment, #Hindi Imposition, #siddharth, #madurai airport

আরো দেখুন