রাজ্য বিভাগে ফিরে যান

২০২২-এর যে গানগুলি অভিষেকের পছন্দের তালিকায় রয়েছে

December 29, 2022 | < 1 min read

বছর শেষের আগে ২০২২-এর কোন গানগুলি তাঁর মন ছুঁয়ে গিয়েছে তার একটি তালিকা টুইটারে পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এআর রহমানের একটি উদ্ধৃতি দিয়ে শুরু করে পরে অভিষেক লেখেন, এই বছরটিতে এই সুরগুলি আমাকে সমৃদ্ধ এবং আলোকিত করেছে। বছর শেষ হওয়ার মুহূর্তে আমি আপনাদের সবার সাথে এই বছরে আমার প্রিয় গানগুলির তালিকা শেয়ার করতে চাই। আশা করি আপনারাও এই গানগুলি উপভোগ করবেন।

অভিষেকের এই তালিকায়, অরিজিৎ সিং’য়ের গাওয়া তিনটি গান রয়েছে।

একনজরে দেখে নিন অভিষেকের প্রিয় গানের পূর্ণাঙ্গ তালিকা

১) ড্রিমারস – জুং কুক

২) ফেভরিট পিপস – প্রতীক কুহাদ

৩) হে আপনা দিল তো আওয়ারা- সিদ্ধার্থ স্লাথিয়া

৪) ম্যান মেরি জান – কিং

৫) মা – রাহুল দত্ত

৬) বন্দে – শিবম

৭) কেশরিয়া – অরিজিৎ সিং

৮) একতারফা – কিং

৯) একলা চলো রে – ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচী

১০) বেশরম রং – শিল্পা রাও, ক্যারালিসা মন্টেরো, বিশাল দাদলানি, শেখর রাভজিয়ানি

১১) ইউ – আরমান মালিক

১২) আমাকে নাও – দেবায়ন ব্যানার্জি

১৩) ও আমার দেশের মাটি – অদিতি মুন্সী

১৪) কাহানি – মোহন কান্নন

১৫) আই অ্যাম নট ওরিড – ওয়ান রিপাবলিক

১৬) পয়েন্টলেস – লুইস ক্যাপালডি

১৭) বোনস – ইমাজিন ড্রাগন

১৮) বেলা চাও – বেকি জি

১৯) তোমায় হৃদ মাঝারে রাখিবো – ঋষি পান্ডা

২০) এই মায়াবী চাঁদের রাতে – চমক হাসান, ইক্ষীতা মুখার্জি ও হেমলতা চক্রবর্তী

২১) জেহদা নেশা – অমর জালাল, আই পি সিং, ইয়োহান, হরজোত কাউর

২২) অটক গায়া – অরিজিৎ সিং

২৩) অবশেষে – অরিজিৎ সিং

২৪) মানিকে – ইয়োহানি, জুবিন নটিয়াল, সূর্য রঘুনাথন

TwitterFacebookWhatsAppEmailShare

#Songs, #abhishek banerjee, #Favourite Songs

আরো দেখুন