বিনোদন বিভাগে ফিরে যান

‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া বিকিনির জেরে এবার সেন্সর বোর্ডের কোপে ‘পাঠান’

December 29, 2022 | < 1 min read

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ (Pathaan) ছবিটি নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না! ছবির ‘বেশরম গান’টি মুক্তি পাওয়ার পর তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাদের অভিযোগ, দীপিকা পাড়ুকোন ‘বেশরম রং’ গানে গেরুয়া বিকিনি পরায় দেশের সংস্কৃতি নষ্ট হচ্ছে।

প্রতিবাদে ছবিটি বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি শাহরুখ খানের ‘শেষকৃত্য’ও সম্পন্ন হয়ে গিয়েছে। এবার সেন্সর বোর্ডেও বড়সড় ধাক্কা খেল শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবিটি।

ভারতীয় সেন্সর বোর্ডের (CBFC) চেয়ারম্যান তথা বিখ্যাত গীতিকার প্রসূন জোশির কথায়, শুধু বেশরম গানে দীপিকার বিকিনি নয়, পাঠান ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা বাদ দিতে হবে। প্রসবন বলেন, ”সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’কে সিবিএফসিতে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ছবিটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি, এর মধ্যে রয়েছে বেশরম গানও। সংশোধন শেষে মুক্তির আগেই পুনরায় ছবিটি বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।” আগামী আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগে যত শীঘ্রই সম্ভব ফাইনাল ভার্সন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Song, #Besharam Rang, #Pathaan, #Besharam Rang Row, #CBFC

আরো দেখুন