রাজ্য বিভাগে ফিরে যান

প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রতিমন্ত্রী সুব্রত সাহা

December 29, 2022 | < 1 min read

আজ সকাল ১০:৪০ মিনিটে মৃত্যু হয় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের প্রতিমন্ত্রী সুব্রত সাহার। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন সুব্রতবাবু। দ্রুততার সঙ্গে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না।

রাজ্যের মন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। জানা গিয়েছে, সম্প্রতি তার গলব্লাডার অপারেশন করা হয়। গতকাল সকালেই তিনি সুস্থ হয়ে জেলায় ফিরেছিলেন। রাতে হঠাৎ‌ই অসুস্থ বোধ করায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#RIP, #tmc, #MLA, #Subrata Saha, #West Bengal

আরো দেখুন