← রাজ্য বিভাগে ফিরে যান
ডিসেম্বরের শেষে ফিরল শীতের আমেজ, কেমন কাটবে বর্ষবরণ?
গতকাল তাপমাত্রা ঘোরাফেরা করছিল ২০-র আশেপাশে। শহরবাসী লেপতোষক যখন সরিয়ে রাখবে ভাবছে, তখনই ২৪ ঘন্টার মধ্যে ৬ ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিজি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে তাপমাত্রা আগামী কয়েকদিন এ রকমই থাকবে। শীতের আমেজ পাওয়া যাবে দিনকয়েক। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হতাশা বাড়াচ্ছে কারণ বছরের শেষ দিনে আবার বাড়তে পারে তাপমাত্রা।
বুধবার শহরের কিছু জায়গায় বৃষ্টি হলেও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হালকা গরম ছিল। তবে বৃহস্পতিবার ভোর থেকেই ঠান্ডা হাওয়ার আনাগোনায় একেবারে ৬ ডিগ্রি নেমেছে পারদ।