দেশ বিভাগে ফিরে যান

ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থের গাড়ি, গুরুতর আহত তরুণ ক্রিকেটার

December 30, 2022 | < 1 min read

ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ভারতের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ। উত্তরাখণ্ডের রুরকি থেকে দিল্লি ফেরার ঋষভের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। খবর মিলেছে, রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে ক্রিকেটারের গাড়ি। গাড়িটির অবস্থা ভয়ানক, প্রায় দুমড়ে-মুচড়ে গিয়েছে বিএমডাবলুটি। গুরুতর আহত হয়েছে পন্থ। শোনা যাচ্ছে, মাথায় আঘাত পেয়েছে তিনি। হাসপাতাল তরফে জানানো হয়েছে, পন্থের চোট খুবই গুরুতর। তবে আপাতত তার অবস্থা স্থিতিশীল।

পিঠ, হাত এবং শরীরের অন্যান্য অংশেও পন্থের চোট রয়েছে। দুর্ঘটনার পর পন্থকে প্রথমে উত্তরাখণ্ডের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর দিল্লির এক হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশের কাছে ঋষভ জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, রুরকির মহম্মদপুর জটের কাছে ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Car Accident, #Rishabh Pant, #Accident, #Uttarakhand

আরো দেখুন