দেশ বিভাগে ফিরে যান

২০২২ শেষ, কোন কোন কথা রাখলেন না নরেন্দ্র মোদী?

December 31, 2022 | < 1 min read

২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সাল থেকে মোদী একথা দিলেও ৬ বছর কেটে গিয়েছে। কিন্তু সেকথা কথার কথাই থেকে গিয়েছে। কৃষকদের রোজগার দ্বিগুণ তো হয়ইনি, উল্টে কমে গিয়েছে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ২০২২ সালের মধ্যে আমার সরকার নিশ্চিত করবে যে প্রত্যেক দেশবাসীর একটি নিজস্ব বাড়ি থাকবে।

২০১৫ সালে মোদী প্রতিজ্ঞা করেছিলেন তার সরকার ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবেন।

মোদী কথা দিয়েছিলেন ২০২২ সালের মধ্যে প্রত্যেক বাড়িতে শৌচাগার থাকবে।

মোদী কথা দিয়েছিলেন, বুলেট ট্রেন ভারতীয়দের কাছে আর স্বপ্ন হয়ে থাকবে না, ২০২২ সালেই তা বাস্তবে পরিণত হবে!

আজ ৩১ ডিসেম্বর, ২০২২-এর শেষ দিন। কিন্তু মোদীর এই প্রতিশ্রুতিগুলিই শুধু থেকে গেল বাস্তবায়িত হল না। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#promise, #Modi Government

আরো দেখুন