হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

কারা প্রয়াত হলেন 2k22-তে? ফিরে দেখা ২০২২

December 31, 2022 | < 1 min read

একে একে দিন অতিবাহিত হয়, আর কেটে যায় বছর। হারিয়ে যান মানুষেরা। বাইশে আমার হারিয়ে এলাম অগুনিত মানুষদের।
কাদের ঠিকানা হল দিকশূন্যপুর?

দিকপাল নৃত্য শিল্পী পন্ডিত বিরজু মহারাজ ১৬ জানুয়ারি প্রয়াত হন।
১৮ জানুয়ারি চলে গিয়েছিলেন বাংলা কমিক প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ।
জানুয়ারির ২২ তারিখ মারা যান কলকাতার ময়দানের ভোম্বল দা, সুভাষ ভৌমিক।
২৪ জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াসিম কাপুর।

ভারতীয় সঙ্গীতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াত হন ৬ ফেব্রুয়ারি
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হন ১১ ফেব্রুয়ারি
১২ ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন বাজাজ গ্ৰুপের রাহুল বাজাজ।
সুরকার বাপ্পি লাহিড়ী প্রয়াত হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ।
১৭ ফেব্রুয়ারি প্রয়াত হন বাংলা তথা ভারতের স্বনামধন্য ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত।

২৪ মার্চ প্রয়াত হন অভিনেতা অভিষেক চ্যাটার্জী।

১১মে প্রয়াত হন সন্তুর শিল্পী পন্ডিত শিব কুমার শর্মা। ভেঙে যায় শিব-হরি জুটি।
৩১মে
গান গাইতে এসে কলকাতায় প্রয়াত হন সঙ্গীত শিল্পী কে কে।

৪ জুলাই প্রয়াত হন চিত্রপরিচালক তরুণ মজুমদার।
২৬ জুলাই মারা যান এক টাকারর ডাক্তার হিসেবে খ্যাত বীরভূমের সুশোভন ব্যানার্জী।
৩১ জুলাই থেমে গিয়েছিল নির্মলা মিশ্রের কণ্ঠ।

১৪ আগস্ট শেয়ার বাজারের সম্রাট রাকেশ ঝুনঝুনওয়ালা মারা যান।
আগস্টের ২০
তারিখ কলকাতার ময়দান হারায় বদ্রু ব্যানার্জী অর্থাৎ সমর ব্যানার্জীকে।
২৯ আগস্ট প্রয়াত হন দুটি কৃতি বঙ্গসন্তান, অর্থনীতিবিদ অভিজিৎ সেন এবং লেখক প্রদীপ মুখার্জী।

সেপ্টেম্বরের ৪ তারিখ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সাইরাস মিস্ত্রি।
দীর্ঘদিন লড়াই করে ২১ সেপ্টেম্বর প্রয়াত হন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবস্তাব।

অক্টোবরের ১০ প্রয়াত হন রাজনীতিক মুলায়ম সিংহ যাদব।
ওআরএস-এর জনক দিলীপ মহালনবীশ প্রয়াত হন ১৬ অক্টোবর

সঞ্চালিকা তথা অভিনেত্রী তাবুসাম প্রয়াত হন ১৮ নভেম্বর
১৯ নভেম্বর ফুটবলার বাবুমানি প্রয়াত হন।
২৯ নভেম্বর বাংলার প্রাক্তন মন্ত্রী তথা বাম নেতা মানব মুখোপাধ্যায় প্রয়াত হন।

TwitterFacebookWhatsAppEmailShare

#celebrity, #Death

আরো দেখুন