হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

5G থেকে মোরবি সেতু বিপর্যয়-এক নজরে ফিরে দেখা ২০২২

December 31, 2022 | < 1 min read

২০ জানুয়ারি, বছরের শুরুতেই মোদী সরকার ঘোষণা করে দিয়েছিল বাংলাসহ বেশ কিছু অবিজেপি রাজ্যের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে না।

২১ জানুয়ারি অমর জওয়ান জ্যোতির শিখাকে ন্যাশনাল ওয়ার মিউজিয়ামের আগুনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল।

৪ ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিকের উদ্বোধনে দেশের পতাকা বয়ে নিলেন আরিফ খান।

৯ মার্চ দুর্ঘটনাবশত ব্রাহ্মমস মিসাইলে অগ্নি সংযোগ হয়ে যায়।

১১ মার্চ বেশ কিছু রাজ্যে কাশ্মীর ফাইলস ছবিটিকে কর মুক্ত করে দেওয়া হয়।

১৯ মে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানসিপে নিখাত জারিন স্বর্ণপদক জয় করেন।

২৫ মে আসামে ভয়ঙ্কর বন্যা হয়।

জুন জুড়ে চলেছিল বোম্বাইয়ের বোম্বেটে, ৩০ জুন পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে।

২৫ জুলাই দেশ পেয়েছিল, ১৫ রাষ্ট্রপতি। প্রথম আদিবাসী মহিলা হিসেবে ভারতের সাংবিধানিক প্রধান হন দ্রৌপদী মুর্মু।

৯ আগস্ট বিজেপির হাত ছাড়েন নীতিশ। পূর্ব ভারতের রাজনীতির নয়া সমীকরণ তৈরি হয়। আগস্টেই কংগ্রেস ছাড়েন গুলাম নবী আজাদ।

৭ সেপ্টেম্বর ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস।

১ অক্টোবর দেশে ফাইভ জি পরিষেবা চালু করা হয়।

৩০ অক্টোবর মোরবি ব্রিজ ভেঙে পড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়।

১১ নভেম্বর রাজীব গান্ধীর ছয় হত্যাকারীকে মুক্তি দেওয়া হয়।

১৪ নভেম্বর শ্রদ্ধা ওয়ালকার হত্যাকান্ড প্রকাশ্যে আসে।

৯ ডিসেম্বর ভারতীয় ও চীনা সেনাদের লড়াইয়ে অরুনাচল প্রদেশের তাওয়াং সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Year In Review 2022, #Year In Review

আরো দেখুন